ছুটে চলে মন ঘোড়া  
দিন-রাত সদা হয়ে ব্যস্ত।
কতো হবে ধন আরো কতো
সে চিন্তায় নয় ক্ষান্ত।
দোড়িয়ে মাড়িয়ে হারিয়ে
ধন আয়ে ছুটে চলে সে নিরন্ত।
কাঙ্গাল মেরে হাড় গুড়ে
ধন চুরিতে নেই যে তার অন্ত।
ধন আরো ধন চায় মন
তানাহলে হবেনা যে শান্ত।
অজানায় মন পাখির ডানায়  
উড়ে চলে সে দুর দুরান্ত।
ধন চাই যে তার বেশী বেশী
ধনের খোদায় করে হলেও নিমন্ত।
ধন হস্তে করবে কাঙ্গাল
প্রয়োজনে একেবারে সর্বশান্ত।