দিন ফুরায় রাত হয়
সকাল পেরিয়ে বিকাল হয়
সারাবেলা ছেলে মেয়ে কয়
বাবা মোরে এটা দাও ওটা নয়।
যখন-তখন বিবি কয়
হাঁটে যাও মাঠে নয়
শাড়ি কিনো চুড়ি কিনো বাজার বয়  
কোন রকম ফাঁকি কিন্তু নয়।
যায়না করা কোন নয়ছয়
পরানে আর কতো সয়
শেষ হয় নারে মনুর ভয়
বিবি যদি বাপের বাড়ি যায়।
কখন করবে আহার
সেদিকে থাকে নাকো খবর
বুজ হলো কর্তা হবার মজার
এই নিয়ে হলো মনুর সংসার।