শিশির ভেজা শুভ্র স্নাত হিম সকাল
দিকে দিকে চাদর মুড়ি দিয়ে
হাড় কাঁপুনিতে অস্থির লোকসকল।
মাঝে সাঝে রাস্তার ধারে খড়কুটোয় আগুন
চারি ধারে দুরন্তপনারা হস্ত উঁচিয়ে
হিম দেহ করিছে প্রশমন।
বৃক্ষ ফোঁকরে জড়োসড়ো পক্ষীছানা
বারে বারে চক্ষু মেলিয়া চাহে
রবির বিকিরণ হইল কিনা।
ফের কানন বেদ করে রবির বিকিরনে
স্বতস্ফূর্ত আবাল বৃদ্ধ বনিতা গায়ে
মিষ্ট রোদ মাখে সবজনে।