তোমারই প্রিয়তায় হারালো মোর হৃদয়
পথ চেয়ে বারে বার আশা যে হয়ে রয়
এই বুঝি এলে তুমি হয়ে মোর স্বপ্নময়।
ভালোবাসি এ কথার পুনরাবৃতি শুধু হয়
নিরবে নিবৃতে গৃহকোনে একা বয়ে রয়
তোমার পানে এ চাওয়ার যেন শেষ হয়।
বিধাতার পরেই মানি যে ওগো তোমারে
আমি যে অবলা নারী ভোলা আর ভালা
তুমি বিনে সুদিবো মোর কথন কাহারে।
নাহি চাইবো আর কিছু শোন মোর প্রিয়
দুরত্ব গুছিয়ে তোমার একটু মধুর পরশে
শীতলতায় পূর্ন করো মরুময় উষ্ণ হৃদয়।
ঘানি টেনে সংসারের আজি বড়ই ক্লান্ত
পাছে লোকের নিত্য কুকথা ধারনা ভ্রান্ত
শুনে শুনে হতে বাকি আমি যেন উদ্ভ্রান্ত।