-ফেরদৌস আহমেদ (আকবর)
আঁধার হেরে আলেয়ার মাঝে
চলতে চেয়ে হাতড়াই নিজে নিজে।
সঙ্গী মোর হল না কেহ
কাজে কর্মে হবে উৎসাহ।
সকলে থাকল লাভের আশায়
ভোগীতে মোর বিষয় আশয়।
লাঠি বানিয়ে করতে বা ভর
ছিল যত আপন পর।
সকলের তরে করেছি নিত্য নিত্য
মোর প্রতি না থাকলেও কারো দায়িত্ব।
মোর যে রয়েছে একখান মন
বুঝে তা হল না কেহ নিকটজন।
কেবা মোর আপন কেবা পর
আজিও পারল না মন বুঝবার।
প্রতিটি দিন মোর প্রতিটি ক্ষণ
করছেন মহানিয়ন্ত্রক সদায় নিয়ন্ত্রণ।
স্বীয় ইচ্ছা অনিচ্ছা গুলো
আজিও থাকল হয়ে হীন মূল্য।
ভুলভাবে হল করা সকল আশা
জীবন সায়াহ্নে দেখতেছি তাই ঝাপসা।
পুত্র কন্যা স্বজন ছিল যত
ব্যাতিব্যাস্ত রয়েছে নিজ লয়ে অবিরত।
আমারে দিতে সময় একটুখানি ঋণ
ভাবতেছে তারা হেতুবিহীন।