চাচী চাঁছে বাঁশ
দা কাস্তে টাস টাস।
চাচা করছে হাস ফাস
মাথায় নিয়ে বাঁশের আঁশ।
শাঁশ-আঁশ চাচা ফেলবে
জমি ঊর্বর করবে।
জমি ঊর্বর হবে
মজার ফল ফলবে।
ফল খেতে ভারী মজা
পেটুক ভজা খায় তাজা।
ভজার মনে বড় আশ।
খাবে দাবে বার মাস
যখন-তখন ভজা করে শেষ
রসে ভরা কলশ।
চাচা-চাচীর হইলো দশা
ভজা নাকি সর্বনাশা।