মৃদুমন্দ বায়ুয় দোলে শুভ্র সকল কাশফুল
কিচিরমিচির শব্দে মূখরিত বাবুইর বোল।
সবুজের সমারোহে হৃদয়ে নাচের দোল
সজীবতা, স্নিগ্ধতায় প্রাণ হলো উৎফুল।
নীল নীল নীলিমায় হারিয়েছে গগণ
শান্ত প্রকৃতির মাঝে বহে মিষ্ট পবন।
অমল ধবল মেঘেরা পাল তুলে তুলে
ছুটে চলছে নিজ বাসভূম ভুলে ভুলে।
মাঝে মাঝে উড়ে যাওয়া মেঘের ছায়া
কৃষাণের মাথায় ছুয়ে যায় অপার মায়া।
চলছে আলো-ছায়ার লুকোচুরি খেলা
মায়া মায়ায় কেটে যায় কৃষানের বেলা।
নিড়ানী, আঁচড়ানি, কীটনাশকে মিশে জল
হবে পরিশ্রান্ত কৃষাণের পরিশ্রমের ফল।
সবুজ চারার মাঝে কৃষাণের হাসির রেশ্
ফলবে ধান ক্ষেতে ক্ষেতে অনেক বেশ।
ফুটবে মালতি, জুঁই, কামিনী আর শেফালি
ওদের সাথে গন্ধে মাতাবে টগর, শিউলি।
শারদীয় উৎসবের প্রাণোচ্ছল আয়োজন
করবে পাড়ার সুনীল, নিমাই, নিরঞ্জন।