মৃদু উষ্ণ মৃদু বায়ুর খেলা
চলছে ভর দুপুর বেলা।
কল্ কল্ চল্ চল্ শব্দের ধ্বনিরা
আনন্দে মাতোয় আমা নদী কিনারা।
চক্ষু মেলে যতো চেয়ে দেখি
অপার লীলা রুপ ততই মেখি।  
মেঘেরা যায় উড়ে উড়ে
দুর ঐ দেশে ধীরে ধীরে।  
নীলিমার নীল নীলময় আবেশে
উড়ন্ত বিহঙ্গ মেলে ডানা ভেসে ভেসে।
রাখাল বালক গেয়ে যায় বেশে
দুর ঐ পাহাড়ের সবুজ পাদদেশে।
দলবেঁধে গরু-মহিষের পাল চলে
কোমল তরুয় মুখ ফেলে ফেলে।
হঠাৎ কোন্ সে সুর আসে ভেসে
শিহরিত ষোড়শীর কর্ণ পাশে।
পুলকে অলক্ষে দৌড়ে চলে
কুঞ্জ কাননে থপাথপ পা ফেলে।
কে সে রেখেছে বিছায়ে চারন
ফুলে ফুলে বিস্তীর্ন অরন।
সৌরভে সুবাসিত ষোড়শী নয়ন
অকষ্মাৎ স্থির হলো আমার বসন।
সুধায়, কে হে তুমি প্রিয়পথিক
কোন্ সুরেলা আবেশে আনিলে মোরে এদিক।
যেতে নাহি আর চাই প্রিয়
থাকিবো তোমার হয়ে অনন্য অদ্বিতীয়।