এতো আনন্দ কোথায়
কোথায় যে সুখ।
যখন-তখন কীট-পতঙ্গেরা
কেড়ে নেয় সব হয়ে সর্বভূক।
জীবন সেতো বড়ই বিচিত্রময়
ভাবনারা নিরন্তর চলে হয়ে অক্ষয়।
এ পাড়ে আসে নিশ্বাস
হৃদয় স্থির হয় হয় যে শান্ত
ঐ পাড়ে আছে স্বর্গসুখ
এই নিয়ে বিশ্বাস অনন্ত।
সবুজ ছায়ার সুশীতল বায়ুতলে
অপেক্ষা হয় পথিকের বটমূলে ।
ক্লান্তি কাটিয়ে আবারও চলে পথিক
দিক পেরিয়ে দিগন্তের বেরসিক।
ঐ পাড়ে পৌঁছে আবার ও দীর্ঘশ্বাস
ঐ পাড়ে ও মিলিলোনা তাহার আশ।
মানবজীবন হইলো তার বৃথা
সুখ যে শুধুই কথার কথা।