আঁধারে আঁধারে ঘুটঘুট
নিঝুম রাতে জাগ্রত প্রকৃতিরে
দেয় সকলে ছুট।
ফিস ফিস শব্দের ফিসানি
আঁধারে বাদাঢ়ে করিতেছে
কেউ কেউ যখন-তখনি।
ভাঙ্গাচোরা বেড়ার ফলকানি
উৎকন্ঠায় উদ্ধিগ্নে বাড়িতেছে
বুকের ধড়ফড়ানি।
বৃদ্ধ মাতার সদ্য ওফাত
শত্রু শত্রু খেলায়
আপনি কি পর নেই যে তফাৎ।
মছ মছ খচ খচ শব্দের
মনুষ্যরুপের যন্ত্রুরা পাইলেই
সাবাড়ে অবসান ঘটাবে নিস্তব্দের।
এ কেমন দোজখ
মনুষ্যরুপের যন্ত্রুরা নীরিহ
মানবতার জন্য হয় আজাব।
দোয়া-কালাম ফু-ফা’ই ভরসা
আঁধারের সহিত যোগ হইলো
বারি বরষা।
ভয়ে ভীত জবু থুবু ময়না
নিঠুর জগত মালিক কেনো পশুদের
ধ্বংশ বিধ্বংশ আর নিশ্চিহ্ন করেনা।