কপালের টিপ সাজানো চারিপাশ রঞ্জনীর ফোঁটায়
      দু’হাতে পরা কঙ্কণের উজ্জ্বলতায়
টুকটুকে লাল ঢাকাই শাড়ি জড়িয়েছ কায়ায়
       বুঝেছি এমন অপরূপ সজ্জায়
আজ জন্মদিন তোমার আগামীর মঙ্গল বার্তায়
  তুমি শুভাশিস নাও ভালোবাসায়।
যদি বলো কী দিবো উপহার তোমায়
    না কোনো গোলাপের শোভায়
না কোনো হীরের আংটি পরাবো অনামিকায়
        দিবো যা জন্মে বৃক্ষশাখায়
সাধারণ কিছু ধূপ মোড়ানো কাগজের পেটিকায়
       যেন হৃদয়ের মতো দেখায়।
এটা হালকা প্রতিশ্রুতি দেয়া তোমাকে বিশুদ্ধতায়
       যখন ছড়াবে ধূপ অগ্নিশিখায়
কড়া ধোঁয়ায় তোমার কপোল ভিজবে অশ্রুধারায়
        ঠিক অন্ধ প্রেমিকার মহিমায়
এটা আবিষ্কার করবে তোমার প্রতিফলন বিশালতায়
      ভালোবাসার জীবন্ত ছবি আঁকায়।