মেঘলা দিনের ভরা নদীর ঢেউয়ের উচ্ছ্বাস
        জাগায় মনে প্রণয়ের পিয়াস
অন্দরে আমার অনুভব করি তোমারই বসবাস
     সহসাই যেন বৃষ্টিপাতের পূর্বাভাস
কদম ফুটেছে ডালে ডালে অনির্বচনীয় সুবাস
     হৃদাকাশে ভরে আবেগের বিন্যাস।
বারান্দায় বসে আনমনে দেখে বৃষ্টিবিন্দুর বিলাস
           তুমি হইও না উদাস
কর্ম ফেলেই আসবো দ্রুত তোমারই নিবাস
      ভিজবো মাড়িয়ে বৃষ্টিস্নাত ঘাস
বক্ষে জড়িয়ে নিবো দু’জন প্রণয়ের নির্যাস
      শীতল জলে ভাসিয়ে দীর্ঘশ্বাস।
এভাবেই যেন আজন্ম থাকে নিঃশ্বাসে নিঃশ্বাস
       নিবিড় প্রণয়ের অটুট বিশ্বাস
যেমনই থাকে ঝিনুকের বুকে মুক্তারই বিভাস
      আঁকড়ে থাকার আমরণ প্রয়াস
তেমনই প্রণয়ে কাটে যেন দু’জনার বারোমাস
       ধরণির বুকে সুখের স্বর্গবাস।