চারিদিকে ঢেকে দিচ্ছে বিচিত্র এক অন্ধকার
     মরণ ঘণ্টা বাজিয়ে মানবতার
আজকাল কে শোনে বলো কার হাহাকার
  সর্বত্রই দেখি নষ্টদের জয়জয়কার
একই বৃক্ষের দুটো ফল করে দরবার
    মরিচের ওঠে ঝালের বিকার।
দিনে দিনে উল্টে যাচ্ছে উপমা-তত্ত্বকথার
   ভিজে ঝাপসা আদর্শলিপির পৃষ্ঠার
আজকাল কে-কাকে দেয় সঠিক অধিকার
  সবকিছুতেই দাগ লাগে স্বার্থপরতার
এমন কী সংসার এমন কী ভালোবাসার
     মেকি সবই লোক দেখাবার।
তোমরা কী দেখো না খেলা ধূসরিমার
     ঢেকে দিচ্ছে পৃথিবীর সংসার
আজকাল চোখ থেকেও অন্ধ নিরীহ জনতার
        কে নেয় কার দায়ভার
বিষবৃক্ষ বেড়ে তাই ছোবল মারে হিংস্রতার
    মানুষখেকো হয়ে করে পারাবার।