হয়তো আর আসবো না তোমারই উঠানে
      মাতাল হয়ে অনর্থক অজ্ঞানে
নির্বাসনে যাবো চলে নিখিল ত্যাগের আত্মমানে
   প্রকৃতির চঞ্চলতায় সুখেরই সংস্থানে
ক্ষমা করে দিও আমায় ভুলেরই অবসানে
    একটি প্রেমের নিঠুর বলিদানে।
হয়তো তুমি সুখেই আছো অন্যের পুষ্পোদ্যানে
   তোমারই পছন্দের বাদ্যের ঐকতানে
ভালো থেকো সুখেই থেকো সকল অনুষ্ঠানে
        আমিই না হয় অন্তর্ধানে
তোমারই বিরহে কাটিয়ে দিবো দিন অভিমানে
    শূন্যতা আর বিষাদের মধ্যখানে।
জানি না কী রেখেছেন বিধাতার বিধানে
     তবুও আছি নিত্য অনুসন্ধানে
যেতে চাই মনুষ্য প্রেমে পরিপূর্ণ যেখানে
       কোথায় আছে কে জানে
একবার যে বিশ্বাস হারায় ভাঙনের ঝড়তুফানে
    ফিরে না কোনো অনুদানে।