কেউ করেনি তার প্রতিভার কদর উপেক্ষায়
    ছুড়ে ফেলেছে পাণ্ডুলিপি মৃত্তিকায়
দ্বারে দ্বারে ঘুরে ক্ষয় ধরিয়েছে পাদুকায়
     তবুও ফুল ফোটেনি বৃক্ষশাখায়
কালের আঁধারে এভাবেই বহু প্রতিভাবান হারায়
    ঢাকা পড়ে ধূসরিমার কালিমায়।
ব্যবসা ওরা বুঝে গেছে চলমান প্রক্রিয়ায়
      প্রতিভা তাই ভাসে নর্দমায়
রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে অপসংস্কৃতি অবলীলায়
    বিষাক্ত জীবাণু সমাজে ছড়ায়
তাই নিয়ে গণমাধ্যমের দালালেরা ইন্ধন যোগায়
     তারাও এড়ায় তাদের দায়।
যার যার তার তার অর্বাচীনদের দুনিয়ায়
   প্রতিভার মূল্যায়ন হয় কোথায়
যে দেশে অর্থের বিনিময়ে পুরস্কার বিলায়
     তেলে-জলে মিশে সহসায়
সেই দেশে কী আর প্রতিভাবান জন্মায়
    অনেকেরই বৃথায় জনম যায়।