এখন প্রকৃতির চঞ্চলতা আমাকে যতোটা কাছে টানে,
তোমাকে আর ততোটা কাছে টানে না,
মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলা এই শূন্য মন
তোমার মন ভুলানো হাসিতে এখন আর ভুলে না,
দারিদ্রকে ভালোবেসে বেছে নিলে প্রাসাদ সম ঐশ্বর্যকে,
নিখিল বিষে বুঝেছি আমি, তুমি আর আমার হবে না;
আমি বুঝে গেছি বঙ্গ ললনা,
সবই ছিলো তোমার ছলনা।


তুমি তো জানো না, ওগো আমার বঙ্গ নয়না;
প্রকৃতির চঞ্চলতাকে নয়, শুধু তোমাকে ভালোবেসে;
বুঝেছি এই নিষ্ঠুর ধরিত্রী কতোটা সুন্দর হতে পারে।


এখন বৃষ্টির আলিঙ্গনে শীতল হতে আমার যতোটা ভালো লাগে,
তোমাকে আর ততোটা ভালো লাগে না,
তীরে বিদ্ধ হরিণের মতো ক্ষত-বিক্ষত এই ভগ্ন হৃদয়,
তোমার উদাত্ত আহ্বানে এখন আর সারা দেয় না,
ত্যাগের মহিমা ছেড়ে বেছে নিলে ভোগের সুখ,
নির্লিপ্ত নয়নে বুঝেছি আমি, তুমি কখনোই আমার ছিলে না;
একটু বলো না ওগো বঙ্গ ললনা,
কেন তোমার এই নিষ্ঠুর ছলনা?


তুমিতো জানো না, ওগো আমার বঙ্গ নয়না;
বৃষ্টির আলিঙ্গনকে নয়, শুধু তোমাকে ভালোবেসে;
বুঝেছি এই বক্ষের যন্ত্রণা কতোটা সুখের হতে পারে।


এখন জ্যোৎস্না স্নাত ইন্দ্রিয় আকাশটাকে আমি যতোটা ভালোবাসি,
তোমাকে আর ততোটা ভালোবাসি না,
আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো বিস্ফারিত এই জ্বলন্ত প্রাণ,
তোমার মায়ার ছলনায় এখন আর ফাঁসি না,
নদীর কোমলতা ছেড়ে বেছে নিলে সমুদ্রের গভীরতা,
অগ্নিবাণের জ্বালায় বুঝেছি আমি, তুমি আর আমার রবে না;
কেন ধরে রাখলে না ওগো বঙ্গ ললনা?
সত্যি করে বলো না, কেন এই ছলনা?


তুমিতো জানো না, ওগো আমার বঙ্গ নয়না;
জ্যোৎস্না স্নাত ইন্দ্রিয় আকাশটাকে নয়, শুধু তোমাকে ভালোবেসে;
বুঝেছি এই একাকীত্ব জীবন কতোটা আনন্দময় হতে পারে।


তোমার চলে যাওয়ায় আকাশের মেঘ এখন যতোটা কাঁদে,
আমার মনটা এখন আর ততোটা কাঁদে না,
মুক্ত বিহঙ্গের মতো উড়ে চলা এই শুন্য মন,
এখন আর ভালোবাসার বাঁধনে বাঁধে না।