একা বসে আছি এই নিরালায়,
অজানা অব্যক্ত এক শিহরণে,
শূন্যে ভাসমান ঐ রূপালী চাঁদ,
প্রিয়তমা, শুধু তোমার প্রতীক্ষায়।


হৃদয়ের বাতায়ন খুলে রেখেছি,
নক্ষত্র ভরা এই স্নিগ্ধ রাতে,
চেয়ে থাকি ঐ শূন্য পথপানে,
প্রিয়তমা, শুধু তোমার প্রতীক্ষায়।


ঝাউ বনের অজস্র বৃক্ষ তলে,
নিভৃতে বসে থাকি একান্ত মনে,
বসন্তের এই হিমেল সমীরণে,
প্রিয়তমা, শুধু তোমার প্রতীক্ষায়।


জোনাকিরা মিটিমিটি জ্বলে নিভে,
সাগরের ঐ উত্তাল ঢেউয়ের তালে,
আমি থাকি নিঃসঙ্গ একা বসে,
প্রিয়তমা, শুধু তোমারই প্রতীক্ষায়।