একটা
ড্যাগার চাই
জঠরের অন্দর থেকে
পাকস্থলীটা কেটে আনবো অনায়াসে,
পাষাণ শহরটা ডুবছে কালের অন্ধকারে;
অসহায় জীবন থেমে গেছে ধূসর অনাহারে।


তোমরাই
জঠর ভরো
দরিদ্রকে ক্ষুধার্ত রেখে
জীবনের নির্যাস চুষে চুষে,
মিশিয়ে দাও মৃত্তিকার ছোট্ট ঘরে;
একদিন তো যেতেই হবে নিখিল তিমিরে।


একটা
ড্যাগার চাই
বক্ষের অন্দর থেকে
হৃদয়টা কেটে আনবো অনায়াসে,
বিছিয়ে দেবো রাজপথের নিয়ন আলোতে;
শূন্যতারই জীবন থেমে গেছে পাতার বাঁশিতে।


তুমি
বুঝনি নারী
কতোটা কাঙাল করেছো
আঘাত করে নিখিল অন্তরে,
জীবনের সূর্যটা উঠেনি আর প্রভাতে;
বুঝেছি কতোটা বিষ ছিলো তোমার ভালবাসাতে।