অলখে
লুকিয়েছো কোথা
বেদনার নীলাভ মেখে
দিয়েছো যাকে নিঠুর ব্যথা,
কার হাতে ছলনার হাত রেখে;
চলার পথে আনমনে ভাবো কার কথা?


পাষাণে
বেঁধেছো ঘর
কষ্টের ধূসর আবরণে
অক্লেশেই আপন করেছো পর,
অশনির ঝলকে বুঝিনি কোন্ কারণে;
আমাকে করে গেছো শূন্য পথের যাযাবর।


বুকে
বেঁধেছো পাথর
তুষের অনল ঢেকে
অঙ্গে জড়িয়েছো সুখের চাদর,
কার অধরেতে তৃষ্ণার চুম্বন এঁকে;
কাকে ভেবে আলিঙ্গনে কাকে করো আদর?


মায়ায়
বেঁধে তোমায়
রাখতে পারিনি হিয়ায়
বুঝেছি তা নিখিল বেদনায়,
ফেরারি যে পাখি উড়ে নীলিমায়;
যতোই ডাকো, ফিরে না সে কুলায়।