স্বপ্ন রাজ্যে বসত গড়ি,
একা একা হৃদয় ভরি,
খেলা করে সাগর কড়ি,
চোখে ভাসে স্বপ্ন তরি।


তুমি বলো হাতটা ধরি,
হৃদয় নিয়ে খেলা করি,
নীল সাগরে ভাসিয়ে তরি,
অচিন দ্বীপে রাজ্য গড়ি।


ভাবনা নিয়ে ভয়ে মরি,
উষ্ণ প্রেমের রঙিন জরি,
মনের মাঝে ভাঙি গড়ি,
এবার বুঝি বিঁধলো ছড়ি।


তুমি বলো ভাসাও তরি,
সূর্য হবে সময় ঘড়ি,
বন্য ফলে আহার করি,
ঘর বানাবো দিয়ে জড়ি।


তারচে বরং দিগন্তে উড়ি,
ডানা মেলে হবে পরী,
ছুঁয়ে রাতের কোজাগরী,
চাঁদের দেশে প্রাসাদ গড়ি।


তুমি বলো চলো উড়ি,
মুক্ত ডানা মেলে ধরি,
মেঘের চাদর গায়ে পরি,
হবো নীলের নীলাম্বরী।


স্বপ্ন রাজ্যের পথ ধরি,
এবার মোরা দুজন উড়ি,
নীল আকাশের ভেলায় চড়ি,
প্রণয় সাজে বাসর গড়ি।


ভোরের সূর্য হঠাৎ করি,
ঘুম ভেঙ্গে দেয় ধড়ফড়ি,
মনের গহিনে শূন্যতা ভরি,
হারিয়ে যায় স্বপ্ন তরি।