আমার ভুবন জুড়ে শুধু নোংরা বনভূমি,
যেখানে সারাক্ষণ শুধু করছি বিচরণ,
যেখানে নেই একটু সুখের সন্ধান,
ভয়ঙ্কর কোন মৃত্যুর মতো,
এইতো সেই নোংরা বনভুমি,
হাত বাড়ালেই যাকে ছোঁয়া যায়,
রোদে পোড়া বাতাসের মতো,
যাকে চোখের চাহনিতেই উড়িয়ে দেয়া যায়,
আকাশের ছুটন্ত নক্ষত্রের মতো,
যেখানে ছুটে চলছে এই তৃষিত জীবন,
এইতো সেই তপ্ত নোংরা বনভূমি,
সেখানে নেই কোন সুখের ছড়াছড়ি,
যেখানে একটু বেঁচে থাকার সন্ধান,
স্মৃতির পোড়া চিঠির মতো,
প্রকৃতির যতো ছিলো অনাদর,
সাগরের উথাল পাতাল ঢেউয়ের মতো,
ছুটে চলছে ব্যর্থতার সময়,
যাকে ছুড়ে ফেলা যায় অনায়াসে,
সেই স্মৃতির দুয়ারের উষ্ণ দিনগুলোর মতো,
যখন আমার কল্পনায় শুধু নির্জনতার হাহাকার,
তখনও আমার ভুবন জুড়ে শুধু,
নোংরা স্বপ্নের ঝড়।