'অযোগ্য প্রেমিক তুমি',ঘোষণা তোমার ;
নিরবে গাছের মতো, যত অভিযোগ,
মন দিয়ে গেছি শুনে, নেই অনুযোগ;
বিরহ দিয়েছি চাপা, হৃদয়ে আমার।
হাঁসি মুখে গেছ চলে, রেখেছ আঁধার ;
মনে আজ অবসাদ, জীবনে দুর্জোগ;
বিষণ্ণতা করে খেলা, ব্যর্থতার ভোগ।
কোথায় প্রেরণা আর! সুন্দরী প্রিয়ার?


হতাশার ধোঁয়াশায়, মুছে যায় আশা,
যে দিকে তাকায় দেখি, সর্ষে ফুল ঝোলা;
নিজের উপর জমে, বিতৃষ্ণার বোঝ।
নিশ্চুপ হয়েছি আমি, নেই কোনো ভাষা,
স্বপ্ন গুলো গেছে ভেঙে, দুঃস্বপ্নের খেলা;
কাব্য সৃষ্টি মাঝে পায়, জীবনের খোঁজ।