একের সাথে আর এক যোগে হয় দুই।
দিলে দুই থেকে এক বাদ;
শূন্য হৃদয়,নিঃস্ব আমি আর নিঃস্ব তুই।
মেলেনা হিসাব,এ কেমন ফাঁদ?


একের সাথে একের গুনে এক হয়।
করলে একের সংগে আর একের ভাগ;
শূন্য ফাগুন, বিরহ বড্ড জ্বালা দেয়।
অংকে কাঁচা;আবেগী আমি, হয় রাগ।