প্রিয়ে,
আমার হৃদয়ে, তোমার হৃদয় ছোঁয়াও,
আমার হৃদয়ের শক্ত-কঠিন;
জমাট বরফটাকে,
তোমার প্রেমের পবিত্র আগুন দিয়ে
জলে পরিণত করে দাও।
সেই জলে হয়ে যাক নদী।
বয়ে যাক ধিরে ধিরে,ছন্দের তালে তালে।
সেখানে ইচ্ছের রঙিন মাছ গুলো,                 খেলে বেরাক শান্তিতে।
গজিয়ে উঠুক দুই তীরে                       অবিনশ্বর প্রেমের অনন্ত সুখের চারা।
সেখানে স্বপ্নের পাখী গুলো
আনন্দে গেয়ে যাক গান।
নদী আবেগে, প্রেরনায়
চলে যাক আপন গন্তব্যে;
সমুদ্রে গিয়ে ফিরে পাক নব প্রাণ।