হয়েছি এখন তারা, আকাশের বুকে ;
ডাকেনা তো আর মা যে, প্রাণের খোকারে ;
বাবা তো বলেনা আর, ছেলে এল ঘরে ?
বোন সাজাই না থালা, ফোটা দেব কাকে ?
দাদা তো হারিয়ে গেছে যমদ্বার বাঁকে।
প্রেমের প্রথম চিঠি, আনন্দ না ধরে;
পড়িনাতো আর আমি, থাকে অনাদরে;
প্রিয়ারে করিনা প্রেম, সব কাঁদে দুখে।


হাসিনা কাঁদিনা আমি, বন্ধ কথা খানি ;
ছিলাম যেখানে আমি, বড় প্রয়োজনে;
করিনা তো খেলা আমি, বন্ধুদের সাঁথে।
অনুভূতি হীন আমি, কেমনে তা মানি;
নেই যে কোথাও আমি, কোন আয়জনে;
জাগবো না আর কোন, মধুর প্রভাতে।