তোমাকে ভালবেসে,
আমি কল্পনায় ডানা মিলেছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
কল্পনা প্রবণ না হলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি; কল্পনায় ভাঁসার জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।


তোমাকে ভালবেসে,
আমি সৌন্দর্যময় হয়েছি....
তাই কবিতা লিখতে শিখেছি।
মনে সৌন্দর্য বোধ না থাকলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি; সৌন্দর্য বোধের জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।


তোমাকে ভালবেসে,
আমি প্রকৃতির কাছে ধরা দিয়েছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
হৃদয়ে প্রকৃতি প্রেম না থাকলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি; প্রকৃতির রূপে মোহিত হতে...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।


তোমাকে ভালবেসে,
আমি বিরহ যন্ত্রণা পেয়েছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
বিরহ ছাড়া কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি;আমাকে বিরহী করার জন্য..
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।