নিশ্চুপ পড়ে থাকা এলোমেলো আঁচল-
তোমার কর্মক্লান্ত দেহের নোনা ঘামে
ভেজানোর ইচ্ছেতে প্রহর গুনি ;  
তাই কি রাতগুলো এত দীর্ঘ হয়ে যায় !    
নিকষ রাতের আকাশ বিস্তৃত আমার প্রাঙ্গণ জুড়ে
সাথে ঝিরিঝিরি হাওয়া, অকারণ কিছু আবেগী মেঘ  
প্রতিনিয়ত নিয়ম ভঙ্গের প্রতিযোগিতায় মত্ত থেকে
বার বার তোমাকে মনে করিয়ে
কি ভীষণ এক নিস্তব্ধতা তৈরি করে!
এই রাত গুলো কিছু অন্যরকম হতেও পারতো !
কিছুটা বিমূর্ত, টুপটাপ ঝরে পড়া শিশিরে তোমার ছোঁয়া
দুজনার উল্লাস নিয়ে জেগে থাকা !!


স্মৃতির খাতার পাতা ভারি হতে থাকে,
ভুলে যাওয়া ক্ষনগুলো পৃথিবীর ধুলোয় ঢেকে যাবে একদিন
কখনো দীর্ঘশ্বাস ফেলে ভেবে দেখো,    
কিছু সময়ের দূরত্বের পর যদি আবার কখনো কাছাকাছি হই  
শুধু প্রাণের গভীরে জড়িয়ে থাকার বায়না রইল।।
----ব্যাস আর কিছুনা ।।