পাড়ে আছড়ে পরে পাড় ভাঙ্গা ঢেউ ছলাৎ ছল
অস্ত রাগে সন্ধ্যে নামে জলের বুকে নিঝুম
নেশাতুর ভারী বাতাস জুড়ে এলোচুলের নির্যাস
ক্লান্ত চোখের পাতা  ঘুমহীন রাত স্বপ্ন-ভাঙা দীর্ঘশ্বাস  
এপাশ ওপাশ--
কথা ছিলো তো "আসবোই" ।।


পায়ে-পায়ে  ভেজা মাটি, চোরা রাস্তা,ঘিঞ্জি অলিগলি,
অচেনা ভীড়, অপছন্দের চেনামুখ সব এড়িয়ে
ভোরের লাল সূর্যে ভালোবাসাকে মেপে দেখার আকুলতায়
তোমার ঠোঁট ছুঁয়ে খুঁজে নিতে চাই তার গভীরতা ।।  


মন খারাপের দিন--রাত্রী, সেই সাথে কিছু আকুতি
শুন্যতায় অপলক তাকিয়ে, বয়ে যায় কিছু দীর্ঘশ্বাস
নিশ্চুপ-নীরব চারপাশ ঘিরে অব্যক্ত কথা গুলো
চোখের পাতা বেয়ে ঝরে যায়    
বুকের জমিন দগ্ধ হয়ে চলতে থাকে মান অভিমান
অতপর সব কিছুর অবসান
হতাশার প্রহরে তুমি--আমি, আর আমাদের ভালবাসা
অতপর জীবন ভর অশ্রু জল  ।।