সেদিন পকেটে টাকা ছিলো না,
কিন্তু মুখে হাসি ছিলো।
এজন্যই হয় তো আজও বেঁচে আছি।
সেদিন মুখে খাবার ছিলো না,
কিন্তু বুকে ভালোবাসা ছিলো।
এজন্যই হয়তো আজও বেঁচে আছি।
সেদিন কোনো রাস্তা ছিলো না,
কিন্তু হাঁটার অদম্য ইচ্ছা ছিলো।
এজন্যই হয় তো আজও বেঁচে আছি।
সেদিন পায়ে জুতো ছিলো না,
কিন্তু চোখে অজস্র স্বপ্ন ছিলো।
এজন্যই হয়তো আজও বেঁচে আছি।
বেঁচে আছি,
মুখে হাসি, বুকে ভালোবাসা
আর চোখে স্বপ্ন নিয়ে।
বেঁচে আছি,
আমি আজও বেঁচে আছি।
যদি ভালোবাসা পাই,
বেঁচে থাকবো আরও সহস্র বছর।