ফাগুন ফুরিয়ে যাবে—
কৃষ্ণচূড়ার ডাল রবে না রঙিন।
বৌ-কথা কও আর গাইবে না গান...
আমার এ প্রেম রবে অমলিন। সেদিনও.....


চাঁদ লুকিয়ে যাবে—
অজস্র মেঘেদের ভিড়ে।
ধরণী হবে নিশ্চুপ—
সে রাতের অন্ধকারে।
আমার চোখের তারায় শতজনমের প্রেম~
নির্মল আলো হয়ে রবে। সেদিনও.....


সাগর শুকিয়ে যাবে—
নীলাম্বরে মেঘের হবে না সৃষ্টি।
পৃথিবী হবে মরুভূমি..
পাবে না একফোঁটা বৃষ্টি।
আমারও নয়নজলে তোমার হৃদয় হবে সিক্ত। সেদিনও.....


আমিও হারিয়ে যাবো—
মহাকালের গহ্ববরে।
এই আমি গাইবো না আর গান,
লিখবো না কবিতা,
রাখবো না অভিমান,
থাকবে না বিরহ, থাকবে না বেদনা।
আমার এ প্রেম যেন শুকতারা হয়ে,
ওই আকাশে জ্বলে রবে। সেদিনও.....