তুমি পৃথিবীর কাছে পরাজিত হয়ে,
অবনত চোখে, লজ্জিত মুখে,
ফিরিয়া তাকাও পেছনদিকে।
ফিরিয়া আসো ভার করে মুখ,
অবহেলা পেয়ে চরম দুখে।


জাতি করে উপহাস।
তুমি করো উপবাস।
মৃত্যু যাচো তুমি হয়ে একপাশ।
বারিদ গর্জে তোমার গগনে,
ঝরে বারি তব দুই নয়নে।
মরণ কামো অণুক্ষণে ছাড়ি বাচিবার আশ।


এ ধরা তো আর চাহে না তোমায়,
তাই ভাবো তুমি বসে।
মিলাতে পারো না ফলাফল তুমি
জীবনের অংক কষে।


এমন সময়ে এক রুগ্ন হাত
তোমার পৃষ্ঠে করিলো আঘাত।
সে আঘাতের কারিশ্মাতে,
তোমার সকল হতাশা কাটে।
চোখ তুলে তুমি তাকিয়ে দেখো,
অ্যাঁ...
এ যে মা!
অ্যাঁ নয়, হ্যাঁ।
তিনিই মা যিনি
বিশ্ব পদতলে দলিত তোমারে,
করতলে নিয়ে আবার গড়ে।
জুগিয়ে প্রাণে শক্তি তোমার,
বাঁচতে শেখায় নতুন করে।


যখন পৃথিবীর 'পরে নেই ঠাঁই তব
লুকিয়ে থেকো মাতৃবুকে।
সেইখানে তুমি সদা নিরাপদ,
না ছুঁইবে তোমারে হতাশা-দুখে।