শীতার্ত কহন জুড়ে ছলনার খরতরে
আনিবার তরে সে কহিবে বারবার ।
এ যেন ভবন চাহিয়া তুষার পাহাড়
দুমড়ি খেয়ে পড়ছে মরিবার হাহাকার ।
শুষে নেওয়ার মর্তে হারা প্রানগুলোর প্রয়াস
নির্জীব হৃদয় কি তবে চাহিবে জাগিবার ।
শুধায় শ্বেত  কণার  প্রতি ফোটায় ফোটায়
নির্ঝুম নিক্কন ধ্বনির শুভাকাঙ্ক্ষায়।
অনপ্রতীক্ষা তব বিরাগ ঝিলিকের আভায়
ভয়ার্ত তব কোনে গুটি মেরে চুপ রয়ে যায় ।
  শিরদাঁড়া বেয়ে অগুচ্ছিত আভাস ছড়ায়
তবু যেন কঠোরতায় প্রেম সুপ্ত থেকে যায় ।