ফার্ষ্ট ইয়ার, নিউ ফার্ষ্ট ইয়ার-
আমরা এখন নিউ ফার্ষ্ট ইয়ার।


সকালের ঘুম সেরে ,
জেগে উঠি আড় মোড়ে ।
ঘড়িতে  বাজে কটা দেখি কি আর ?
ফার্ষ্ট ইয়ার, নিউ ফার্ষ্ট ইয়ার-
আমরা এখন নিউ ফার্ষ্ট ইয়ার।


তাড়াতাড়ি স্নান সেরে-
শার্ট প্যান্ট নিয়ে পড়ে,
ব্যাগটা নিয়ে ঘাড়ে -
চলে আসি ক্লাশ ঘরে ।


সামনে তে সিট পেয়ে
লজ্জার মাথা খেয়ে
পাশেতে বসতে গিয়ে
দেখি সে মেয়ে
খুঁজে অন্য চেয়ার
ফার্ষ্ট ইয়ার, নিউ ফার্ষ্ট ইয়ার-
আমরা এখন নিউ ফার্ষ্ট ইয়ার।


নিজ থেকে ভেবে নিয়ে
ধীরে পায়ে কাছে গিয়ে
যদি বলি নাম কি ইয়ার ?
বিরক্তি মুখে ঝরে পড়ে
বড় বড় চোখ করে-
বলে আই ডন্ট কেয়ার।


বন্ধুরা তাই দেখে,
আমাকে কাছে ডেকে
কথা বলে মেপেজোখে
পিটপিট সরু চোখে
আপনি কোন ইয়ার ?
ফার্ষ্ট ইয়ার, নিউ ফার্ষ্ট ইয়ার-
আমরা এখন নিউ ফার্ষ্ট ইয়ার।


যাদের বুক করে দুরু দুরু
হল বুঝি প্রেম শুরু
শুনে রাখ তোমার জন্য-
কেঊ কিনেনি প্রেমের পণ্য
বললেই দিয়ে দিবে ডিয়ার ।
ফার্ষ্ট ইয়ার, নিউ ফার্ষ্ট ইয়ার-
আমরা এখন নিউ ফার্ষ্ট ইয়ার।


অনেকের তো বাহাদুরি-
বাপের গাড়ি বাড়ি,
বলি তাদের বাড়ি যা-
সম্পত্তি ধুয়ে পানি খা ,
তুই দিনে চারবার ।
ফার্ষ্ট ইয়ার, নিউ ফার্ষ্ট ইয়ার-
আমরা এখন নিউ ফার্ষ্ট ইয়ার।


প্রতিদিন ক্লাশ হয়,
লাগে শুধু ভয় ভয় -
এই বুঝি শুরু হয়
দেওয়া পরীক্ষার ফিচার।
একটাই ভরসা, করে বলি খোলসা
আছে যত সমস্যা , টিচাররা করেন ক্লিয়ার


ফার্ষ্ট ইয়ার, নিউ ফার্ষ্ট ইয়ার-
আমরা এখন নিউ ফার্ষ্ট ইয়ার।


(১৩-০৩-২০০৮, ফার্মগেট, ঢাকা)