পৃথীবির আকাশটা আজ এত কালো কেন
রঙ্গিন এই শহরটা আজ দূষিত কেন
সবুজ-শ্যামল এই দেশটা প্লাবিত কেন
বিশ্বাসের কাছে এত প্রশ্ন কেন?


নফসের মায়া ছেড়ে, মানবতার প্রেম বুন
গোলামির দাসত্ব ছেড়ে, রাজত্বের স্বপ্ন দেখ
সিংহাসনের বিলাসিতা ছেড়ে,
মাঠিতে নেমে আস।


নিজের কাছে আজ এত অভিযোগ কেন
সৃষ্ঠিকর্তার দরবারে এত অবিশ্বাসী কেন
কর্মঠ নয়নে আজ জ্বল কেন
অনন্ত মহাকালে এত আবরার কেন?


অভিযোগ ছেড়ে সমাধান খুজ,
ভোরের অপেক্ষায় রাত্রি জাগ
ক্লান্ততা ছেড়ে বিপ্লব খুঁজ,
জুলুমের নাগপাশ ছিঁড়ে ফেল।


প্রেমের পাহাড়ে এত বিষাদ কেন
উজ্জ্বল আভা আজ রক্তিম কেন
বন্দিশালায় আজ ভেদাভেদ কেন
সফলতার কাব্যে এত হতাশা কেন?


এই বিষাধ-সিন্ধুর ষড়যন্ত্র রুখ,
প্লাবিত রক্তে জেগে উঠ
লৌহকপাট ভেঙে ফেল,
ব্যর্থতার ছায়া মুছে ফেল।


দ্রব্য মূল্যে আগুন কেন
প্রতিবেশির অস্ত্রে রক্ত কেন
দরিদ্র দেশে আয়েশ কেন
মুক্তিকামির দেশে সাম্রাজ্যবাদ কেন?


এই সিন্ডিকেট গুড়িয়ে দাও,
অসুরের অস্ত্র কেড়ে নাও
মাজলুমের হক ফিরিয়ে দাও,
মুক্তিকামিরা আবারো অস্ত্র নাও।


জাতের কাছে এত বিজাতী কেন
সাহেববেশে এত কুসংস্কার কেন
ভাইয়ের সাথে এত বৈরিতা কেন
জালিম এত উল্লসিত কেন?


এই বিজাতীয় রিতি থামিয়ে দাও,
সাহেববাদ ধমিয়ে দাও
ভাইকে কাছে টেনে নাও,
বিদ্রোহী কবি হয়ে পতনের বীন বাজাও।