কাঁটায় গড়া রূপকথা
অরুণ কারফা


             আগে ভয় পেতাম অন্ধকারে
           এখন পাচ্ছি আলোর ঝড়ে
                       কারণ,


নীতি বহির্ভূত, অতি গর্হিত, তবুও তাদের মনোঃপূত,,,,
এমন কাজ তারা, হতভাগারা
আগে যা করতে পেত লাজ--      
দিনের আলোয় ঢ্যাঁড়া পিটিয়ে
              মহাড়ম্বরে করছে আজ।


আগে , দূর হতে বাগে...
          কলধ্বনি শুনে  ভাবতাম মনে
         ঐ বুঝি মানুষের বিবেক জাগে,
ঐ বুঝি শুরু হবে তাণ্ডব নৃত্য
প্রতিবাদ করে ভৈরব রাগে,,,,,
           আর ফুলের গন্ধের নির্গত ছটায়,
শাখা প্রশাখাও উঠবে তেতে
আত্মরক্ষায় ধারালো কাঁটায়।


কিন্তু ,,,,,,,,, শুধু বাগানে কেন?
কা কা শুনে , মানুষের মনও
      ঘুম থেকে উঠে দেখবে পথে  
   সবাই উঠেছে একসাথে মেতে
        ,,,,, সার্থক হতে চলেছে স্বপ্ন।


সত্যি কি তাই হবে
                   হলেই বা আর কবে?