মানব সেবা
অরুণ কারফা
একটা কুঁয়ো থেকে জল তুলে
তা দিয়ে কাপড় ধুয়ে শুকোতে দিলাম ।
আরেক বালতি জল তুলে হরহর করে তা ঢেলে প্রাণ জুড়ানো স্নান সারলাম।
শুকনো কাপড়কে সস্নেহে মায়া বুলিয়ে
ইস্তিরি করে ধোপ দুরস্ত ভাবে ঘরের কোণে গুছিয়ে
আলমারির মনে সাজিয়ে রাখলাম।
এক হাঁড়ি গরম জলে একমুঠো চাল ঢেলে
একথালা ভাত রেঁধে,
রান্না করে তরকারি
নাক চুবিয়ে কনুই ডুবিয়ে উদর পুরলাম।
তারপরে, একটা চিত্র পটের 'পরে মন দিয়ে আপন আদলের ছবি এঁকে,
শুতে গিয়ে যখন মনে হচ্ছিল নিজেকে বেশ সফল মানুষ
একটা বিচ্ছিরি চিন্তা করল সব শান্তি নষ্ট
সবই তো করেছি নিজের জন্য
তাতে কি দূর হবে কারুর কষ্ট!