চোখের তারা
অরুণ কারফা


অর্ধেকটা আকাশ তার জন্যে রেখে                
বাকি অর্ধেক অন্ধকারে থেকে দেখতে ভালবাসি
       সমমনোভাব নিয়ে সেও তা করে
এই ব্যাপারে নেই গড়িমসি।


          হলেও আমি অর্ধেকের মালিক
তৃপ্তি পাই ভেবে খানিক,
           প্রতি পূর্ণিমাতে আমার ভাগেতে
প্রতিক্ষণ থাকে উদ্ভাসিত চাঁদ,
       কেন না ,  সে আমার পাশে বসে থাকবে না বিন্দুমাত্র নেই সম্ভাবনা  
এই ব্যবস্থার পেতে রেখেছি ফাঁদ।


         তাই, সন্ধ্যের থেকে সকাল অবধি
কষ্ট করে নিরবধি
    অগুন্তি তারা পড়লেও খসে
--তার উদ্দেশে,
একটাও তাদের পারে না হতে
চোখের তারা তার
বিচ্যুত করে আমায় একবার। ।