প্রেম এসেছিল নীরবে
অরুণ কারফা


                  
           নাই বা এল ঝড়ের রবে
তবু সে এসেছিল নীরবে,,,,
রজনীগন্ধার গন্ধের মতন,
      বেলা হচ্ছে শেষ যখন
আর, উঠছিল চাঁদ সন্ধ্যার আশায়।


            যৎদূর মনে পড়ছে তবে
তার একটু পরেই হবে,,,,
কিছু কিছু ফুল পড়লেও ঝিমিয়ে
কিছু সংখ্যক মিট মিটিয়ে
চে'য়েছিল তখন আকাশ পানে
তারার রতন ফোটার অপেক্ষায় ।


আর বাকিটা বোঝাতে গেলে শব্দের ভাণ্ডার ফুরিয়ে যাবে ...
এরপর তার আবির্ভাবে,,,
              জোনাক যেন এসেছে বাগানে
               একথা মেনে মূক সম্ভাষণে  
        মুখরিত হল জ্যোৎস্না নিশায়।