স্বপ্নের গণ্ডি ছাড়িয়ে
অরুণ কারফা


সে আসে
যেন উদ্ধত দাঁত মুখ খিঁচিয়ে রাক্ষসে
তখন মনে হয় না একটুও ভালবাসে...
                       অথচ স্বপ্নে দেখেছিলাম সে আসবে
                       মেহেরুন্নিসা বেগমের বেশে
                       তাজা গোলাপ ফুল হাতে  অচিনপুরের দেশে, আর বলবে -
                       এক ঝলক টাটকা হাওয়ার সাথে
       এভাবেই চলবে
       বাকি জীবনটা      
       সুগন্ধে সুবাসে সৌরভের আবেশে।


তা না করে কাছা টেনে ধরে
কনুই দিয়ে ধাক্কা মেরে
         বলে সারাক্ষণ না বসে ঘরে
         তত্ত্ব না কচিয়ে অধরে
যাও কিছু করো বাইরে বেরিয়ে
         যাতে সময় থাকতে মানুষ বুঝতে পারে
         অল্প কারো পৌষ মাস হলেও সর্বনাশ হচ্ছে    
         সর্বসাধারণের আখেরে
স্বপ্নের গণ্ডি ছাড়িয়ে সে আসে বাস্তবিক পরিবেশে।