তীক্ষ্ণ তির
অরুণ কারফা
যাবার কালে বলেছিল সে আসব বলে একগাল হেসে
সময়টা যে বড্ড অস্থির,,,
গিরগিটির মত রঙ বদলিয়ে
কাপুরুষ ঘোরে সেজে মহাবীর,
তীব্রতা বাড়লে আকাশে রোদের
যার আচ্ছাদনে কুঞ্জবনে চলছিল জীবন তারই ধনে
এখন পেয়ে নতুন ছায়া কাটিয়ে আশ্রয় দাতার মায়া
তার মাঝে গড়ে নতুন নীড়
তার দিকে ছোঁড়ে তীক্ষ্ণ তির!