মিলিত জীবন
অরুণ কারফা


কেউ একজন বলেছিল :


মিলিত হয় এমন ভাবে দুটো জীবন
          যেন মনে হয় পদ্মবন,
জলবিন্দু তার উপরে  
পড়ে যের'ম টলমল করে            
            তেমন করে ইচ্ছে মতন
করতে পারে ভালবাসা ভ্রমন।


            এর'ম হলে দেখতে পাবে
ভোর হচ্ছে যখন সবে,
হয়ে গেলে রাত জুটির যাপন;
            না বুজলেও দুটো নয়ন
            না হলেও কথোপকথন,
উন্মুক্ত প্রান্তরে গুনগুন করে
           ভ্রমরের দল সমবেত স্বরে
বুনবে জাল সুরের এমন;


মনে হবে যেন
                                 হচ্ছে কীর্তন।