সুখী
অরুণ কারফা
সুখী মনে হয় তারা
চাঁদ পেয়েছে যারা , সূর্যের চেয়েও তেজী,
সংকট যখন আসেনা বলে সগৌরবে মাথা তুলে
পাশে দাঁড়িয়ে দু বাহু বাড়িয়ে
জীবনকে রাখে বাজী।
সুখী মনে হয় সে
দীনকে ভালবেসে
নিজেকে ভাবে অসীম রত্নের অধিকারী,
প্রাণ যখন ওষ্ঠাগত
পালন করে তবু ব্রত, যেটুকু আছে তাই দিয়ে
স্নেহ ভরা মায়া বিলিয়ে নিজেকে করে ভিখারি।