জীবন মৃত্যুর কথোপকথন
অরুণ কারফা


সে আসে না নিঃশব্দে
তবুও কিন্তু পারিনা জানতে,
কারণ, তার ডাকে বৃষ্টির ধারা নিয়ম মাফিক দেবেই সাড়া,
আর তখন তার বিকট দামামার শব্দ এবং চেহারা
অলক্ষ্যে মিশে যায় বর্ষার অশ্রুর স্রোতের সাথে।


হয়ত বা তাই,
আপাত দৃষ্টিতে প্রাণের উপস্থিতি
জাগালেও মনে উচ্ছ্বাস প্রীতি
মৃত্যুকে যতই কর অপছন্দ
কেউ পারে না তাকে এড়াতে
তেমনটাই নিয়তির ঘোষিত নীতি ।