কথা
অরুণ কারফা
কথা হয়েছিল এ নিয়ে আর হবে না কথা
হলেই বাড়বে কথা অযথা।
তবুও আমাকে এড়িয়ে অন্যের সাথে কথা বলে এ নিয়ে বাড়ালো সে এত জটিলতা
যে, অনিচ্ছা সত্ত্বেও ওর সঙ্গে কথা বন্ধ করে আমাকে বলতে হল
অন্য কারুর মাধ্যমে সেকথা
যে পছন্দ করেনি এই কথা চালাচালি....
তাই, মধ্যস্থতার নামে করে গালাগালি শুনিয়ে দিল আমাকে দু'কথা।
আর, যাকে মানা করেছিলাম তুলতে কখনো এসব কথা, আমার মত তারও ছিল না যেহেতু কথা শোনার অভ্যাস
তাই, শুনেই অন্যের মাধ্যমে কথা
তার সঙ্গে কথা কাটাকাটি করে এবার বাড়লো তারও মাথা ব্যথা।
তবু যে তার হয়েছিল ভুল মানা করা সত্ত্বেও তুলে সেসব কথা
ভুলেও শেষ পর্যন্ত করল না তা স্বীকার একবারও ভেবে পুরনো কথা।
যাক, আর কথা বাড়িয়ে কাজ নাই
তাই, আজকের মত রইল ঐ কথা।