ফাঁকি
          অরুণ কারফা


অতিথির থেকে প্রথম বার
সে যখন হল বন্ধু আমার,
                              মনে পড়ে যায় কী ধরণের শর্ত ছিল তার :


--চলার পথে আসবে যত সুখ--
সব ভাগাভাগি করে নিলেও
রাগারাগি করা চলবে না,
জানতে না দিলে কিছুতেই তার
           গুপ্ত মনের সুপ্ত দুখ ।


ভেবেছিলাম এ তো পাওয়া গেল মেঘ না চাইতেও জল.....
অনেকটাই যেন মরুভূমির তপ্ত হাওয়ার থেকে দূরে
মরুদ্যানের ছায়ার নীড়ে, অবস্থান করে,
                        স্বার্থপরের মত বেঁচে থেকেও
              স্বর্গ লাভের ফল।


কিন্তু তখন কে জানতো
না জানলে কেন ঝরছে কারুর চোখের জল,
এলেও জীবনে শীত গ্রীষ্ম বর্ষা
ঝড় ঝঞ্ঝা কাল বৈশাখী
বিরহের অভাবে বসন্ত না আসায় মিলনের সুর বেসুরো হয়ে
দিয়ে যাবে নিজেরই মনকে ফাঁকি
         আর, ছোঁয়া যাবে না
প্রিয়ার হিয়ার তল।