পথের ঠিকানা
অরুণ কারফা


আমি কি পথিক
জানিনা ঠিক , কথাটা বলা কতটা যৌক্তিক
কারণ, উদ্ধত মৌমাছির মত পরের বাগানে ফুল আছে যত
তাদের বুকে চিতিয়ে বুক নির্মম ভাবে বিঁধিয়ে হুল
কাজটার করি সমাপন সম্পূর্ণ রূপে দিয়ে মন
           যাতে পরাগ ছড়িয়ে সহস্র শত  
                     নতুন প্রজন্ম পায় জীবন ।

হাঁটার প্রয়োজন হয় না বলে
পথ না থাকলেও মত বদলে, উড়িয়ে দি' মুক্ত ডানা,
যাতে গড়ে তুলতে মধুর ভাণ্ডার খুঁজে বার করে ঠিকানা তার
    '   মধু রয়েছে বক্ষে যার. '
সেই ফুলেতেই করে অধিষ্ঠান মৌ নিয়ে করি মহাপ্রস্থান
লক্ষ্য পূরণ হলে যথাযথ।

কেউ সাহায্য আসেনা করতে
তবুও সমানে হয় লড়তে
আর, একে যদি বিপ্লব বলে মনে কর,
পথের না থাকায় প্রয়োজন
দিশা নির্ণয় করলে পবন
সেই মত হয় সব আয়োজন।