দুটো সত্ত্বা
অরুণ কারফা


না বলে ঘরে ঢোকে যে জন
হয় তার মন চোরের মতন  
নয়ত মনে করে আপন।


মধুরভাষী সর্বদা যে জন
হয় সে কব্জা করবে জীবন
নয় তো সত্যিকারের সুজন।


বিপদের সময় হয় যে উদয়
হয় পরিস্থিতির সুযোগ নেয়
নয়ত ভয় ভীতি দূর করে দেয়।


লড়াইয়ের পক্ষে যে কথা বলে
কেউবা ফেলে যাঁতাকলে
কেউ বদলের মশাল জ্বালে।