স্মৃতির ফাঁদ
অরুণ কারফা


যে পথে এসেছো  ভুলেও ফিরে যেও না
হাতছানি তা দিলেও
অথবা মনে হলেও
যা পেয়েছি যথেষ্ট নয়,
ঘড়ির কাঁটা উল্টো ঘোরাতে চেও না।


ফিরতে চেষ্টা করলে
অকস্মাৎ যদি মেলে
                 নতুন সাথীর দেখা,
ভুল করে তারে মনে হতেই পারে গতজন্মের সখা ;
তবু করজোরে হাসি মুখ করে ফুলে ফুলে ঝাঁপি ভরে  
অর্পণ করতে চেও না।


কে বলতে পারে
এমন তো হতে পারে,
ছলনায় নতুন জন
কেড়ে নিয়ে ভোলামন
তাসের ঘরে বাসর গড়ে
করল শুধুই প্রতারণা।।