স্বপ্নায়ন
অরুণ কারফা


ঝড়ের গতিতে স্বপ্ন এলে তড়িৎ বেগে যায় তা চলে
এমন তো স্বপ্নে ভাবিনি তাই,
সব ছারখার হয়ে যেতে তার
পড়ে রইলো অবশিষ্ট ছাই।


তার কিছুটা পুকুর পাড়ে
ফেলে দিতে অজ্ঞাতসারে
জন্ম নিয়ে স্থলপদ্ম,
এখনও প্রতি শরৎ কালে
জন্ম নিয়ে সবার আড়ালে
আমায় বলে প্রেমের গল্প।