যা পাইনি তার বর্ণনা
অরুণ কারফা


আজ যার কথা বলছি আমি......
  মরীচিকার বেশে এসেছিল সে  
পেরোচ্ছিলাম যখন ক্লেশে
....... ভরা যৌবনে ধূ ধূ মরুভূমি।


সেকথা অবশ্য সেও জানত না ;
আর তার ফলে , যা এলো কপালে
দিনের শেষে নিজের ভুলে
বুঝতে পারলাম, - - - - - জল না,
                                      ছলনা।
      
তারপর দিনের আলো বিলীন হতে.....


        কোনো মতে ফেরার পথে
তবুও তার আঁচল ধরতে
               ঝলক দেখে অন্ধকারে
           পলকে পড়লাম খপ্পরে
যার,
সে যে আলো না,
                      বুঝতে পারলেও
আলেয়া কিনা আজও বুঝি না।